ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নৌকার কাজ করতে অস্বীকার করায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
নৌকার কাজ করতে অস্বীকার করায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার পক্ষে কাজ করতে অস্বীকার করায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের কর্মী চাঁন মিয়াকে (৫৫) মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সমর্থক শহিদুল ইসলামের বিরুদ্ধে।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এনায়েতপুর থানার বেতিল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চাঁন মিয়া থানায় অভিযোগ করেছেন।  

চাঁন মিয়া অভিযোগে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের একজন সমর্থক ও ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য। আজ দুপুরে বাড়ি ফেরার পথে নৌকার সমর্থক শহিদুল ইসলাম সামনে এসে বলেন, “তুই নৌকা মার্কার নির্বাচন করবি। আমি অস্বীকার করলে শহিদুল স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসকে গালিগালাজ করেন। একপর্যায়ে আমাকে মারধর করার পর হুমকি দিয়ে চলে যায়।  

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।