ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মেরে সমান বানিয়ে ফেলার হুমকি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
মেরে সমান বানিয়ে ফেলার  হুমকি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলে ‘মেরে সমান বানিয়ে ফেলব’ বলে হুমকি দিয়েছেন নাদিম মাহমুদ নামে এক ইউনিয়ন ছাত্রলীগ নেতা। ওই হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পরে ভিডিওটি নির্বাচন কমিশনের নজরে এলে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়।  

বুধবার (২০ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার নাদিম মাহমুদ মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, গত (১৮ ডিসেম্বর) রাতে কোচেরচর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পক্ষে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নৌকার পক্ষে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে নাদিম মাহমুদ বলেন, আমাদের ভেতর থেকে যদি কেউ বীরুর (স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু) নির্বাচন করেন তাহলে মেরে একদম সমান বানিয়ে ফেলব। কারো অস্তিত্ব থাকবে না।

এমন বক্তব্যের একটি ভিডিও নির্বাচন কমিশনের নজরে এলে মঙ্গলবার রাতে মনোহরদী উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় রাতেই নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, নাদিম প্রকাশ্য সভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নিয়ে ভয়ভীতি মূলক বক্তব্য দেন। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতির আশঙ্কা তৈরি হওয়ায় কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।