ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
ফরিদপুরে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফরিদপুর: বিএনপির ডাকা হরতালের সমর্থনে ফরিদপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির দলীয় সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে ফরিদপুর মহানগর ও কোতোয়ালি থানা বিএনপির যৌথ উদ্যোগে শহরের টেপাখোলার লেবুতলা সড়কে বিক্ষোভ মিছিল করে। সেখানে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজের নেতৃত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক অপু বিশ্বাস, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি, অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী প্রমুখ।

এদিকে আরেক বিক্ষোভ মিছিল ও পথসভা করে ফরিদপুর জেলা যুবদল। সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কে এম জাফরের নেতৃত্বে ফরিদপুর শহরের ঢাকা-খুলনা মহাসড়কের এম এ আজিজ ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় মুসলিম মিশনের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হাসান সোহাগ প্রমুখ।

অন্যদিকে, হরতালের সমর্থনে একইদিন ফরিদপুর জেলা ছাত্রদল আরেকটি বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৮টার দিকে জেলা শহরের ম্যাটসের সামনে থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।