ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা মেডিকেল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাহাউদ্দিন নাছিম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ঢাকা মেডিকেল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাহাউদ্দিন নাছিম

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।  

স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ নাম্বার গ্যালারিতে উপস্থিত চিকিৎসক নার্স ও অন্যান্যদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে তিনি নির্বাচন প্রচারণা শুরু করেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাহাউদ্দিন নাসিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ নাম্বার গ্যালারিতে তাকে শুভেচ্ছা জানান উপস্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক সমিতির সভাপতি এবং ঢামেক শাখার স্বাচিপের আহ্বায়ক অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার।

এ সময় এক নাম্বার গ্যালারিতে থাকা ডাক্তার নার্স ও অন্যান্যরা তাকে অভিনন্দন জানান। এছাড়া নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে আ ফ ম বাহাউদ্দীন নাছিমের সহধর্মিণী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।