ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার কেন্দ্রীয় নেতা ঝুটন দত্ত মারা গেছেন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
জাপার কেন্দ্রীয় নেতা ঝুটন দত্ত মারা গেছেন 

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ঝুটন দত্ত (৪২) আর নেই। তিনি কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) স্বজনরা এলিফ্যান্ট রোডের ভাড়া বাসা থেকে ঝুটন দত্তের মরদেহ উদ্ধার করেছেন। রাতেই তার মরদেহ নেত্রকোনায় নিয়ে যান।  

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নেত্রকোনা মহাশশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত জীবনে ঝুটন দত্ত অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে ঝুটন দত্ত বহু আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।  

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ঝুটন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি।  

এক শোকবার্তায় প্রয়াত ঝুটন দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।  

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ঝুটন দত্ত ছিলেন জাতীয় পার্টির নিবেদিত প্রাণ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একনিষ্ঠ অনুসারী হিসেবে কাজ করেছেন। জাতীয় পার্টিতে তার অবদান অম্লান হয়ে থাকবে।  

জাপার কেন্দ্রীয় সদস্য ঝুটন দত্তের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসএমএকে/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।