ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
জামালপুরে বিএনপি নেতা গ্রেপ্তার গ্রেপ্তার জেলা বিএনপি নেতা

জামালপুর: জামালপুরে নাশকতা পরিকল্পনার মামলায় জেলা বিএনপির নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।  

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির।

এরআগে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের দেওয়ান পাড়ার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার খন্দকার আহসানুজ্জামান রুমেল জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

এ বিষয়ে ওসি মো. মহব্বত কবির বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে শহরের দেওয়ান পাড়া এলাকায় মামার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।