ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার মো. আতাউর রহমান

গাইবান্ধা: নাশকতা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমানকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আতাউর স্থানীয় শোভাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামের বাসিন্দা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত নেতা আতাউর রহমান চলতি বছরের গত ২৯ অক্টোবর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা নাশকতার একটি মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার ছাপড়হাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, সোমবার বিকেলে আতাউর রহমানকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।