ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

ঢাকা: জোটের শরিক ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশর মাইজভান্ডারিসহ ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

১৪ দল সূত্র জানায়, আসন্ন নির্বাচনে শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কারিগরি ও সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক একটি বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এমইউএম/এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।