ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব তালুকদারের দুই কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির (৫০) ও স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম (৫০)। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ জানায়, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব তালুকদারের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ওই দুই নেতা বালিয়াতলী থেকে কলাপাড়ার যাচ্ছিলেন। এসময় গোডাউন ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে।


কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।