ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত একরামুজ্জামান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সৈয়দ এ কে একরামুজ্জামান। তিনি এতোদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।  

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বিশ্বাসঘাতক অভিহিত করে দল থেকে বহিষ্কার করেছে।  

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নিজ জায়গা থেকে বিশ্বাসঘাতক বলতেই পারে, আমি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়ে নির্বাচনে এসেছি।  

নির্বাচনে অংশগ্রহণের চাপ ছিল কিনা জানতে চাইলে একরামুজ্জামান জানান, তার ওপর অন্য চাপ নয়, তবে এলাকার জনগণের চাপ ছিল।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।