ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জনগণ ভোট দিলে নির্বাচনে কে এলো আর কে না এলো, সেটা বড় কথা না: আইনমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
জনগণ ভোট দিলে নির্বাচনে কে এলো আর কে না এলো, সেটা বড় কথা না: আইনমন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে। জনগণ যদি সেখানে ভোট দেয়, তাহলে কে নির্বাচনে এলো আর কে এলো না, সেটা বড় কথা থাকে না।

জনগণ চায় নির্বাচন হোক। সেজন্য নির্বাচন ঘিরে জনগণের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা দিয়েছে। সে কারণে নির্বাচন সফল হবে।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ ভবনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনিসুল হক।  

নির্বাচন নিয়ে তিনি বলেন, আমি গত ১০ বছর ধরে কসবা-আখাউড়ার মানুষের কল্যাণে কাজ করে গেছি। জনগণ আমার সঙ্গে আছে।  

এসময় তার সঙ্গে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌর মেয়র এম জি হাক্কানিসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কসবা শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেন। এতে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেন।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।