ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালী-৫ আসনে মনোনয়ন নিলেন ওবায়দুল কাদের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
নোয়াখালী-৫ আসনে মনোনয়ন নিলেন ওবায়দুল কাদের 

নোয়াখালী: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকা প্রতীক মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

তার পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।  

এসময় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে এলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামবে। এতে নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘন হবে বলে শঙ্কায় তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।  
এমনটাই জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।