ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

এমপি হওয়ার আশায় চেয়ারম্যানের পদ ছাড়লেন বালিয়াডাঙ্গীর জুয়েল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমপি হওয়ার আশায় চেয়ারম্যানের পদ ছাড়লেন বালিয়াডাঙ্গীর জুয়েল 

ঠাকুরগাঁও: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য (এমপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আসলাম জুয়েল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চেয়ারম্যানের দায়িত্ব থেকে স্বেচ্ছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পরে তিনি ইউএনওর কাছ থেকে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।

জুয়েল ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।  

মো. আলী আসলাম জুয়েল বলেন, প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছি। ইনশাআল্লাহ ঠাকুরগাঁও-২ আসনের জনসাধারণ আমার সঙ্গে রয়েছে ও থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।