ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ঝটিকা মিছিল শেষে  জামায়াতের তিন রোকন সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
সিরাজগঞ্জে ঝটিকা মিছিল শেষে 
জামায়াতের তিন রোকন সদস্য আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঝটিকা মিছিল ও সমাবেশ করার পরই আটক হয়েছেন জামায়াতে ইসলামীর তিন রোকন সদস্য। এ ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে পুলিশ বাদী হয়ে থানায় মামলাটি করে।  

আটক তিনজনকে পরে এ মামলা গ্রেপ্তার দেখানো হয়। তারা হলেন- জেলা জামায়াতের রোকন সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল কাদের।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সকালে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এরই ধারাবাহিকতায় ঝটিকা মিছিল করেন তারা। মিছিল শেষে তিনজনকে আটক করা হয়।  

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে তফসিল বাতিলের দাবিতে শহরের এস বি ফজলুল হক রোডে ঝটিকা মিছিল করে দলটি। মাত্র পাঁচ মিনিটের মধ্যে মিছিল ও সমাবেশ শেষে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তারা।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।