ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনা-৪ আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন ডা.সাহেদ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
পাবনা-৪ আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন ডা.সাহেদ 

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন (ঈশ্বরদী-অটঘরিয়া) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. সাহেদ ইমরান।

সোমবারবঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করা ডা. সাহেদ ইমরান রাজশাহী বিভাগ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।  

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য ও আমরা শেখ হাসিনার সৈনিকের (অনলাইন গ্রুপ) মডারেটর ডা.সাহেদ ইমরান।  

এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা সংস্থা রশ্মির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক।

ডা. সাহেদ বলেন, তারুণ্যের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে চাই।  

মনোনয়ন পেলে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এলাকার মানুষের সমর্থন পাবো বলে আশা প্রকাশ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।