ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

তালতলী উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
তালতলী উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার মো. বেল্লাল রাজা

বরগুনা: রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বরগুনার তালতলীতে মো. বেল্লাল রাজা নামে উপজেলা যুবদলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার বটতলার মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেল্লাল জেলার আমতলী উপজেলা যুবদলের সদস্য এবং একই উপজেলার বাসিন্দা।  

গ্রেপ্তারের বিষয় বেল্লাল রাজা বলেন, আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলাম। এ সময় আমাকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে আসে পুলিশ।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মিলন এ তথ্য নিশ্চিত করে বলেন, চলমান বিএনপি-জামায়াতের সারা দেশে হরতাল-অবরোধ চলছে। এতে নাশকতা সৃষ্টির অভিযোগে বেল্লালকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।