ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সন্ধ্যায় আ. লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
সন্ধ্যায় আ. লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আগামী ১৪ অথবা ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। তবে ১৪ নভেম্বরের সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।

তাছাড়া আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে আন্দোলন-অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি ও এর সহযোগী দল৷ পরিস্থিতিতে নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

এরই প্রেক্ষাপটে আওয়ামী লীগের আজকের সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আনবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।