ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জ্বালাও-পোড়াও করে সরকার পরিবর্তনের প্রক্রিয়া নেই:  বিএনপিকে এফ রহমান

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
জ্বালাও-পোড়াও করে সরকার পরিবর্তনের প্রক্রিয়া নেই:  বিএনপিকে এফ রহমান

নবাবগঞ্জ ( ঢাকা ): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, জ্বালাও-পোড়াও করে সরকার পরিবর্তনের প্রক্রিয়া নেই। আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন।

জনগণ চাইলে ফের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন। তাও আবার সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুরাতন বান্দুরা বাস টার্মিনালে আয়োজিত ১০১ কোটি টাকা ব্যয়ে বান্দুরা-নয়নশ্রী সেতুসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।  

সালমান এফ রহমান বলেন, ডেড লাইনে সরকার পরিবর্তন সম্ভব নয়। বিএনপি-জামায়াতের বিদেশি বন্ধুদের আশ্বাস টেকেনি। ঘোষিত তারিখেও সরকারের পতন হয়নি। কত ষড়যন্ত্র, অপপ্রচার সব বৃথা গেল। জ্বালাও-পোড়াও শুরু করেছে। জনগণ যদি আপনাদের প্রতিহত করে আমাদের কিছু করার নেই।

প্রকল্প উদ্বোধনের বিষয়ে এমপি বলেন, প্রকল্পগুলো আমার নির্বাচনী ওয়াদা ছিল। আমি খুবই খুশি এবং আনন্দিত। আমার ভয় ছিল, জনগণে দেওয়া কথা রাখতে পারব কিনা। প্রধানমন্ত্রীকে অনুরোধ করে প্রকল্পগুলো পাস করিয়েছি।  

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দেশের নিরপেক্ষ জনগণ বুকের ওপর হাত রেখে বলুন তো, শেখ হাসিনা সরকারের সময়ে সবার ব্যক্তিগত জীবনে উন্নতি হয়েছে কি না? এ ধারা ধরে রাখতে হলে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদারের অনুষ্ঠান সঞ্চালনায় এসময়  বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমূর রহমান খান পিয়ারা, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরী, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ।

এমপি শুক্রবার ৪৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে উপজেলায় ১৭টি প্রকল্পের উন্নয়ন কাজে উদ্বোধন করেন। সকাল থেকে উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কালীগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন, শোল্লা হাইস্কুল প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।

বিকালে বান্দুরা-নয়নশ্রী সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রকল্প উদ্বোধনকালে  উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা,  নভেম্বর ৪  ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।