ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি আরও জানান, শেখ আমজাদ আলীর বিরুদ্ধে মামলা রয়েছে।  

এর আগে এদিন দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খন্দকার মাসুদুল হককে গ্রেপ্তার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।  

এছাড়াও গতকাল রোববার রাত থেকে সোমবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ৪০ নেতাকর্মীকে জেলার বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের সোমবার (৩০ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।