ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে: আমু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে: আমু

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত ১৪ সালে স্কুল পুড়িয়েছিল, এবার হাসপাতালে হামলা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে।

পাকিস্তানের সঙ্গে তারা এখনও কো-ফেডারেশন করতে চায়।

বিএনপি-জামায়াত নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবীণ এ রাজনীতিক। সোমবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।  

আমু বলেন, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করছে, স্বাদ পাচ্ছে। এ দেশে উন্নয়ন হয়েছে শেখ হাসিনার জন্য। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে। উত্তরবঙ্গে বছরে দুবার মঙ্গা হতো, এখন মানুষ মঙ্গা ভুলে গেছে।

তিনি বলেন, সংবিধানের উপর আঘাত করছে গণতান্ত্রিক ধারার উপরে আঘাত করছে। আমাদের সজাগ থাকতে হবে। ১৪ দলের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমরা নির্বাচন ঐক্যবদ্ধভাবে করবো, সেই সরকার আগামী দিনে দেশ পরিচালনা করবে।

গাজা ইস্যুতে জাতিসংঘের উদ্দেশে আমু বলেন, আজ জাতিসংঘ সাধারণ পরিষদে গাজা বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা যেন কার্যকর হয়। তারা যেন স্বাস্থ্য সেবা পায়, সেই আহ্বান জানাই।  

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ ১৪ দলের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোম্বর ৩০, ২০২৩
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।