ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির হরতালে রাজপথে থাকবে গণঅধিকার পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
বিএনপির হরতালে রাজপথে থাকবে গণঅধিকার পরিষদ

ঢাকা: রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এতে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদের একাংশ (নুরুল হক নুর গ্রুপ)।

পাশাপাশি হরতাল সফল করতে রাজপথে থাকারও ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (২৮ অক্টোবর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ খুদে বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন।

খুদে বার্তায় তিনি বলেন, বিএনপির ডাকা আগামীকালের সকাল-সন্ধ্যা হরতালে গণঅধিকার পরিষদের সমর্থন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আগামীকাল রাজপথে থাকবেন।

আরেকটি খুদে বার্তায় আবু হানিফ অভিযোগ করেন, বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গণঅধিকার পরিষদের সমাবেশ চলাকালে পুলিশ বিনা উসকানিতে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এ সময় দলটির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

এরমধ্যে যুব অধিকার পরিষদের হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সায়মনসহ ৬-৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। সায়মনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি। বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া সমাবেশ থেকে দলটির ৪-৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন আবু হানিফ।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।