ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ: ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও ছাত্রদল নেতা বুলবুল।

শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় নয়াপল্টনের সমাবেশ স্থগিত হবার পর এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাদের দাবি, পুলিশের ছোড়া গুলির ছররা এসে লাগে তাদের গায়ে। বর্তমানে ছাত্রদলের ওই তিন নেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া ও ছাত্রদল নেতা বুলবুল নয়াপল্টন এলাকায় পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও নারায়ণগঞ্জের বহু নেতাকর্মী আহত হয়েছেন।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাঈদ ইসতিয়াক জানান, রাকিবুর রহমান সাগর চোখে ও কপালে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।