ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

হাসিনা ক্ষমতায় থাকতে কোনো আলোচনা হবে না: খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
হাসিনা ক্ষমতায় থাকতে কোনো আলোচনা হবে না: খসরু ফাইল ফটো

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ এখন আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আর অপেক্ষা করতে চায় না।

মানুষ সব হারিয়ে তারেক রহমানের ডাকে রাস্তায় নেমেছে।

বুধবার (১৮ অক্টোবর) ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ বাড়ি হারিয়েছে, সন্তান হারিয়েছে আর অপেক্ষা করতে চায় না।

তিনি আরও বলেন, বিএনপি আলোচনায় অংশ নিতে চায়। তবে সেটি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে হবে না। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশর সংবিধান ইচ্ছা মতো কাটাছেঁড়া করেছেন। তাই সংবিধানের দোহাই দিয়ে সরকার টিকে থাকতে পারবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে সরকারের পদত্যাগ না ঘটিয়ে ঘরে ফিরে যাবে না।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩ 
টিএ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।