ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাক ঢোল পিটিয়ে যুবলীগের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ঢাক ঢোল পিটিয়ে যুবলীগের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা   ছবি: জিএম মুজিবুর 

ঢাকা: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শুরু হয়েছে যুবলীগের সমাবেশ। ঢাক ঢোল পিটিয়ে যুবলীগের পতাকা হাতে নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।

 

ইতোমধ্যেই ভরে গেছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সড়ক। চারপাশের সড়ক দিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থল পেরিয়ে আশেপাশের সড়কে অবস্থান নিয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।  

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন।

সমাবেশ সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এনবি/এফআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।