ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের টি এ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি শিমরাইলকান্দি এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি এ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের নাশকতায় মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া আরও ১২টি মামলার আসামি তিনি। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।