ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ভূঞাপুরে আ. লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
ভূঞাপুরে আ. লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

ঢাকা: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ। সমাবেশে ভূঞাপুর ও গোপালপুর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাসুদুল হক মাসুদ উপস্থিত নেতাকর্মীদের কাছে এমপি প্রার্থী হতে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নৌকার পক্ষে একত্র হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।  

একইসঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সবাইকে দেখার আহ্বান জানান, যাতে সবাই বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে জানতে পারেন এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হতে পারে।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।