ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল গ্রেপ্তার জাহিদুল ইসলাম

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা শহরের সমাজকল্যাণ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে গত ৮ অক্টোবর শহরে জাহিদুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়। ওইদিন রাতেই জামায়াতের দুই নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।  

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে জামায়াত নেতা জাহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া গত ৮ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাহিদুলের নেতৃত্বে ঝটিকা মিছিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।