ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের অবস্থা নড়বড়ে একটু ধাক্কা দিলেই সরে যাবে: রিজভী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
সরকারের অবস্থা নড়বড়ে একটু ধাক্কা দিলেই সরে যাবে: রিজভী

নবাবগঞ্জ (ঢাকা): সরকারের অবস্থা এখন খুবই নড়বড়ে, একটু ধাক্কা দিলেই সরে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাঝিরকান্দা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত ১ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘এখনই সময় এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করার। হাটে ঘাটে পথে প্রান্তরে চায়ের দোকানে একটাই আলোচনা ভোট চোর সরকারকে হঠাতে হবে। এই অবৈধ সরকারকে হঠাতে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে শপথ নিতে হবে। শুধু সময়ের অপেক্ষা, আওয়ামী লীগ সরকারের পতন হবে ইনশাল্লাহ’।

তিনি আরও বলেন, ‘ভোট ডাকাতিতে এই সরকার সেরা। গুম, খুনেও সেরা। মিথ্যাচার করার কোনো জুড়ি নেই। বাংলাদেশে কোনো রিজার্ভ নেই, ব্যাংকে টাকা নেই, এলসি খুলতে পারছে না। কতটা লুটপাট হচ্ছে এটাই তার প্রমাণ’।  

এর আগে বিকেল সাড়ে ৩টায় দোহারের বাঁশতলা থেকে প্রায় ৬ কিলোমিটার রাস্তা হেঁটে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা বাসস্ট্যান্ডে এসে সমাবেশে যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।  

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার অমি আমান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়ালি উল্লাহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, ঢাকা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাশেম বেপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।