ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি বিদেশি শক্তির মূল ক্রীড়নক: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
বিএনপি বিদেশি শক্তির মূল ক্রীড়নক: হানিফ মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, তার মূল ক্রীড়নক হিসেবে বিএনপি কাজ করছে —বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।  

কুষ্টিয়ায় এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যই প্রমাণ করে বিএনপি এই মুহূর্তে বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে কোনো দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে।  

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নির্বাচনে কখনোই বিশ্বাসী নয়, তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিএনপির কাছে কাল্পনিক মনে হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।