ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আইনমন্ত্রীর বক্তব্য ‘ভয়ংকর তামাশা’: কায়সার কামাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
আইনমন্ত্রীর বক্তব্য ‘ভয়ংকর তামাশা’: কায়সার কামাল

ঢাকা: বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে হলে আগে কারাগারে গিয়ে আবেদন করতে হবে, আইনমন্ত্রীর এমন মন্তব্য ভয়ংকর তামাশা। ’

রোববার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানানোর পর এক ভিডিও বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার বলেন, ‘আজকের এ সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হলো দেশে আইনের শাসন নেই। এ সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ভয়ংকর তামাশা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্টভাবে বলা আছে, সরকার চাইলেই নির্বাহী আদেশে তাকে মুক্তি দিতে পারে। ’

তিনি বলেন, ‘আজ অনির্বাচিত প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। ’

তিনি আরও বলেন, ‘আইনমন্ত্রী পাবলিকলি বলেছিলেন, আবেদন করা হলে সুবিবেচনা করা হবে। তারই পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলেন শামীম এস্কান্দার। কিন্তু সে আবেদন আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।