ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের প্যাডে এক ইউনিটের দুই কমিটি প্রকাশ নিয়ে বিভ্রান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ছাত্রলীগের প্যাডে এক ইউনিটের দুই কমিটি প্রকাশ নিয়ে বিভ্রান্তি

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ইউনিয়ন ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি প্রকাশের ঘটনায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার দুই নম্বর বদলপুর ইউনিয়ন ছাত্রলীগের দুটি এই পাল্টাপাল্টি কমিটি প্রকাশ করে।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সই করা একই ইউনিটের দুইটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

অবশ্য তারা দু’জন আলাদাভাবে কমিটি দুইটিকে বৈধ দাবি করে একে অন্যের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলেছেন।  

প্রকাশ পাওয়া কমিটির একটিতে রাবেল রায় সভাপতি ও সজল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়। এ কমিটিকে বৈধ দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজল হোসেন।  

অন্যদিকে, সভাপতি মিলোয়ার হোসেনের বৈধ দাবি করা কমিটিতে হোসাইন আহমদ সভাপতি এবং রাসেল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়।

যোগাযোগ করা হলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন বলেন, ‘সর্বসম্মতিক্রমে হোসাইন ও রাসেলকে নেতৃত্বে রেখে যে কমিটি দেওয়া হয়েছে সেটিই সঠিক। অন্য কোনো কমিটিতে আমি সই করিনি। ’

একইভাবে রাবেল রায় সভাপতি ও সজল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে যে কমিটি প্রকাশ করা হয়েছে সেটিকে বৈধ দাবি করেছেন সাধারণ সম্পাদক তোফাজল হোসেন।  

তিনি বলেন, প্রকাশ করা আরেকটি কমিটিতে আমার নামে যে সই করা হয়েছে সেটি আমার না। আমার সই জাল করা হয়েছে।  

এদিকে, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেনের আপত্তিকর ভিডিও প্রকাশের জেরে তিনি অব্যাহতি পাওয়ায় সংগঠনের কার্যক্রমে এমন ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান আরিফ।  

তিনি বলেন, বদলপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে যারা এমন কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।