ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে গ্রেপ্তার জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
বরিশালে গ্রেপ্তার জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে আদালতের আদেশ: প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল নগর থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ৮ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী জেলে পাঠিয়েছেন বলে জিআরও এনামুল হক জানিয়েছেন।

স্থানীয়রা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের নেতাকর্মী, আলেম-ওলামাসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বের হওয়া মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-সিরাজুল ইসলাম (৪১), সোবহান হাওলাদার (৬০), আব্দুল কাইয়ুম (২৮), মেহেদী হাসান (২০), আনোয়ার হোসেন (৬২), মোহাম্মদ আলী (৬০), মোস্তাফিজুর রহমান (৫৬) ও মোহাম্মদ ইমরান (২৫)। তারা সবাই বরিশাল নগরের বর্তমান বাসিন্দা হলেও বর্তমানে কে কোন পদে রয়েছে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিনা অনুমতিতে নগরের নবগ্রাম রোডের খান সড়ক এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আদালতের জিআরও এনামুল হক জানান, গত ১৯ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানার এসআই বিজয় মণ্ডল বাদী হয়ে বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা করেন। আটজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।