ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গাবতলীতে মিছিল নিয়ে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
গাবতলীতে মিছিল নিয়ে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

ঢাকা: ‘একদফা’ শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেস নেতাকর্মীরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর থেকে গাবতলী এস এ খালেক প্রোপার্টি চত্বরের সামনে এমন চিত্র দেখা যায়।

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার।  

প্রধান অতিথি হিবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৫৩৫  ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।