ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ডেঙ্গুতে অব্যাহত মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
ডেঙ্গুতে অব্যাহত মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

ঢাকা: ডেঙ্গুজনিত কারণে অব্যাহত মৃত্যুসহ সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

 

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বিবৃতিতে ডেঙ্গুজনিত কারণে অব্যাহত মৃত্যু ও সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, এ বিষয়ে স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগ যে নির্বিকার মনোভাব নিয়েছে, তা পরিপূর্ণভাবে অগ্রহণযোগ্য।

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি বিষয়টিকে কোভিডকালের মতো পরিস্থিতি বিবেচনায় মোকাবিলার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ