ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

হবিগঞ্জ: নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বাপ্পীকে অব্যাহতি দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সম্মান ক্ষুণ্ন হয় এবং শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেনকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত এটি।  

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মোশারফকে অব্যাহতি দেওয়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন  ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী প্রক্রিয়ায় এ পদে আরেকজনকে দায়িত্ব দেওয়া হবে। ’ 

প্রসঙ্গত, সম্প্রতি আরিফ বাপ্পীর আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, বাপ্পী এক নারীর সঙ্গে ভিডিও চ্যাট করছেন এবং সেখানে দুজনই বিবস্ত্র অবস্থায় ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।