ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালপুর-ভূঞাপুরে আ. লীগের শান্তি সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
গোপালপুর-ভূঞাপুরে আ. লীগের শান্তি সমাবেশ

ঢাকা: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর উপজেলার আওয়ামী লীগের হাজারো
নেতাকর্মী।

শুক্রবার গোপালপুর শহরে সূতি বিএম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও মেয়র মাসুদুল হক মাসুদ, গোপালপুর উপজেলার চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ও গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক এতে বক্তব্য রাখেন।

সমাবেশে ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ সবার কাছে এমপি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে নৌকার পক্ষে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এসকেবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ