ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
নারায়ণগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক আটক: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দাবি করেছে তাদের তিন নেতাকে কোনো কারণ বা মামলা ছাড়াই রাতে আটক করে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এ অভিযোগ করেছেন।

একই সঙ্গে দ্রুত আটক নেতাদের মুক্তির দাবি করেছেন তিনি।

আটকরা হলেন- মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন ও আব্দুর রশিদ।  

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দাবি করেন, আমাদের তিন নেতাকে দুপুরে (বৃহস্পতিবার) লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেয়ায় আটক করে বাকিদের ভয় দেখানোয় চেষ্টা করা হয়েছে। বিনা কারণে তাদের রাতভর অভিযান চালিয়ে আটক করেছে ডিবি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।