ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন: ড. সেলিম মাহমুদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন: ড. সেলিম মাহমুদ 

চাঁদপুর:  শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ রাষ্ট্রকে টেকসই এবং স্থায়ী করার জন্য যা যা দরকার, তা তিনি করেছিলেন।

আজ তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা পিতার নেতৃত্বের হাল ধরেছেন। দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। এদেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করছেন। নিজের পরিবারের সবাইকে হারিয়েও প্রধানমন্ত্রী এদেশের মানুষের জন্য চিন্তা করে বিদেশ থেকে ফিরে এসেছেন। গত ৪২ বছর ধরে সংগ্রামী নেতায় পরিণত হয়েছেন তিনি। আজ তিনি বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।  

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ডিগ্রি কলেজ মিলনায়তনে ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করেছেন। এ দেশের জনগণের মঙ্গল একমাত্র আওয়ামী লীগই চায়। এখন সাধারণ মানুষ অপপ্রচার, মিথ্যাচারকে বিশ্বাস করে না। এদেশের যা কিছু মঙ্গলদায়ক, সব আওয়ামী লীগ সরকারই করেছে।  

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ গাজীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক।

এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।