ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ: চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ: চরমোনাই পীর

নীলফামারী: ইসলামী আন্দোলন বাংলাদেশের (পীর সাহেব চরমোনাই) আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষকে বিগত দিনের মতো ধোকা দিয়ে বোকা বানিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে আওয়ামী লীগ। এবার দেশের মানুষ সেই সুযোগ আর দেবেনা।

স্বাধীনতাকামী মানুষ একত্রিত হয়ে এই জালিম, সন্ত্রাসী ও ফেরাউন সরকারের বিরুদ্ধে পদত্যাগের কঠোর আন্দোলন শুরু করেছে।

রোববার ( ২০ আগস্ট) বিকেল ৫টায় স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামের হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপিসহ সব রাজনৈতিক দল আজ এক হয়েছে। জাতীয় সরকারের অধীন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির রাজনীতি দেশের মানুষ দেখেছি। ইসলামী আন্দোলনের নীতি আদর্শ পরিচালনা কীভাবে হয় দেশের মানুষ তা দেখতে চায়।

সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মোস্তাকিমের সভাপতিত্বে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন- নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর ও আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মাদ সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মৌলভি ইয়াছিন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মাদ হাবিবুর রহমান।

এর আগে জেলা শাখার সভাপতি মাইমুন ইসলাম (মিঠুন) এতে সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।