ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারিসহ দুই নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারিসহ দুই নেতা গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিনসহ (৫৫) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রুহুল আমিন মেহেরপুর শহরের খন্দকারপাড়ার বাসিন্দা।

 
গ্রেপ্তারকৃত অপরজন হলেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের জামায়াত নেতা আব্দুর রাজ্জাক (৬০)।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের পৃথক দুটি টিম তাদের দুজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা রয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।