ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৃষ্টি মাথায় নিয়ে বিএনপির সমাবেশে নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
বৃষ্টি মাথায় নিয়ে বিএনপির সমাবেশে নেতাকর্মীরা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন।

শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে দুপুরের দিকে এ চিত্র দেখা যায়।

এর আগে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।   

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩ 
ইএসএস/ এমকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।