ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ বিকেলে

ঢাকা: নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের  হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণধিকার পরিষদ।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, গতকালকের হামলায় আমাদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। দলের সভাপতি নুরুল হক নুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এখন তিনি একটি বেসরকারি  হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের দলের সভাপতির ওপর হামলা করায় আমরা বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করব।

বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে যোগদানকালে নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা আগস্ট ০৩,২০২৩
এসকেবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।