ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাবনায় জামায়াতের মিছিলে পুলিশের বাধা, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
পাবনায় জামায়াতের মিছিলে পুলিশের বাধা, আটক ৫

পাবনা: তত্ত্বাবধায়ক সরকা‌রের অধী‌নে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমিরসহ গ্রেপ্তার নেতাকর্মী‌দের মু‌ক্তি এবং দ্রব্যমূ‌ল্যের ঊর্ধ্বগ‌তি নিয়ন্ত্রণসহ ১০ দফা দা‌বিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর মুখে আসার চেষ্টা করলে মাসুম বাজার এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।

 

মিছিল শেষে ফেরার পথে পুলিশের গাড়ি ভাঙচুরের  অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের যাওয়ার পথে মাসুম বাজারে পুলিশি বাধার মুখে। এসময় উত্তেজনা দেখা দেয়। পরে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ মিছিল পুনরায় বাস টার্মিনালের শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

সমাবেশে পাবনা জেলা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল, জামায়াতের জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, নায়েবে আমির জহুরুল ইসলাম খান, পৌর আমির আব্দুর রকিব, সদর আমির আব্দুর রবসহ অনেকে।

এদিকে মিছিল শেষে ফেরার পথে জামায়াত ও শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-চাটমোহরের উত্তর কদমতলী এলাকার উত্তর পাড়ার আলাপ উদ্দিন ছেলে ওয়াসিম মিয়া (২৮), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুরের মন্টু মণ্ডলের ছেলে দেলোয়ার হোসেন (২২), বলরামপুরের আব্দুস সামাদ মোল্লার ছেলে আসলাম মোল্লা (৪২), দিলালপুরের ছিবগাতুল্লা (২৭) ও চর বাঙ্গাবাড়িয়ার আব্দুল কাদের ছেলে রতন আলী (২৭)।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের নামে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, পুলিশের অনুমতি নিয়ে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করি। টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব পর্যন্ত বিক্ষোভ সমাবেশের অনুমতি ছিল। আমরা যথাযথ সময়ে বিক্ষোভ শুরু করলে মাসুম বাজার থেকে পুলিশি বাধার মুখে পড়ি। পরে মিছিল থেকে ফেরার পথে আমাদের কয়েকজন নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।