ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের মানুষ আওয়ামী লীগকে অনাস্থা দিয়েছে: মঈন খান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
দেশের মানুষ আওয়ামী লীগকে অনাস্থা দিয়েছে: মঈন খান ছবি: ডিএইচ বাদল

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সারাদেশের মানুষ অনাস্থা দিয়েছে। এরা আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে অনেক বাধা দিয়েছে।

পারে নাই। ঢাকায় যাতে আমরা সমাবেশ করতে না পারি সেজন্য অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু জনগণের শক্তির কাছে তারা মাথা নত করেছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঈন খান বলেন, জনগণের রাজনীতির কাছে বাকশালি শক্তি টিকতে পারে না। পুলিশ দিয়ে, জলকামান নিয়ে মানুষকে দমাতে পারবে না। এখনো সময় আছে জনগণের অধিকার ফিরিয়ে দেন। অতীতেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, টিকতে পারেন নাই। এবারও পারবেন না।

তিনি বলেন, দেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, এটা আজ আমাদের প্রতিটি নেতাকর্মীদের প্রত্যয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।