ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার

ঢাকা: যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এক দফা দাবি আদায়ের বিএনপি ঘোষিত মহাসমাবেশ ২৭ জুলাইয়ের পরিবর্তে একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) পুনর্নির্ধারণ করা হয়।

সমাবেশের অনুমতি না পেয়ে দলটি এ সিদ্ধান্ত নেয়।

এছাড়া ২৭ জুলাই রাজধানীতে শান্তি সমাবেশের অনুমতি না পেয়ে একদিন পিছিয়ে ২৮ জুলাই এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।