ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

দুই স্থানে মহাসমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
দুই স্থানে মহাসমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

ঢাকা: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আগামী ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের জন্য দুটি জায়গার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।

সোমবার (২৪ জুলাই) ডিএমপি কমিশনারের কাছে এ চিঠি দেওয়া হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

স্থান দুটি হলো- নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান।

চিঠিতে উল্লিখিত দুটি স্থানের যে কোনো একটিতে মহাসমাবেশ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে বিএনপি। তবে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনো জায়গা নির্দিষ্ট করে দেয়নি ডিএমপি।

এর আগে গত শনিবার (২২ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে মির্জা ফখরুল ইসলাম আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।


বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।