ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

চীন গেল ১৪ দলের বাম শরিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
চীন গেল ১৪ দলের বাম শরিকরা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দিলীপ বড়ুয়া।

ঢাকা: চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

সোমবার (২৪ জুলাই) দুপুরে নেতারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ণ এয়ারলাইনে যাত্রা করেন।

 

চীন সফরকারী বামপন্থি দলগুলোর প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া ও সংসদ সদস্য (এমপি) লুৎফুন নেসা খান।

সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী। আগামী ৩০ জুলাই তারা দেশে ফিরবেন।

সফরকালে ১৪ দলের বাম শরিকের নেতারা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

সফরের প্রাক্কালে ২৩ জুলাই সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং দুপুরে নেতাদের বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।