ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পিকআপভ্যানের ধাক্কায় আহত জাপার কো-চেয়ারম্যান বাবলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
পিকআপভ্যানের ধাক্কায় আহত জাপার কো-চেয়ারম্যান বাবলা

ঢাকা: রাজধানীর পোস্তগোলায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপভ্যান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপির গাড়িকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় তার গাড়ি।

দুর্ঘটনায় তিনি ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছেন।

শুক্রবার (৩০ জুন) স্থানীয়দের মধ্যে কোরবানির মাংস বিতরণ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তার গাড়িবহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান।

এদিকে খবর পেয়ে আবু হোসেন বাবলাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবলার গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুজন দে জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাত দিনের বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপভ্যানের ড্রাইভার ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দু’জনে মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এনবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।