ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মির্জা আব্বাসের বোন খুশির মৃত্যু, ফখরুলের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মির্জা আব্বাসের বোন খুশির মৃত্যু, ফখরুলের শোক

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছোট বোন ও মহিলা দলের সহ-সভাপতি ইশরাত মির্জা (খুশি) আর নেই। রোববার (২৫ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় ঘুমের মধ্যে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ইশরাত মির্জা এক মেয়ে, মেয়ের জামাতা ও নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ মাগরিব শাহজাহানপুর জামে মসজিদে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবর স্থানে তাকে দাফন করা হয়।

এদিকে ইসরাত মির্জার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেল ৬ টার দিকে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
টিএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।