ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মৎস্যজীবী লীগের সম্মেলনে দুই গ্রুপের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২৩
মৎস্যজীবী লীগের সম্মেলনে দুই গ্রুপের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পদ প্রত্যাশী দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে উপস্থিত পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোন পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি।  

শনিবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের এন আহম্মদিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে সম্মেলনস্থলে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই এ হট্টগোল হয়।  

প্রত্যক্ষদর্শী কর্মী-সমর্থকরা জানায়, বিকেলে ওই স্থানে সম্মেলন শুরু হয়। উদ্বোধন শেষে ১ম অধিবেশনে আমন্ত্রিত নেতাদের বক্তব্য পর্ব শেষ হয়। সন্ধ্যায় ২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রত্যাশীদের নাম প্রস্তাব-সমর্থনের মাধ্যমে উপস্থাপন হয়। পরে আলাপ-আলোচনা সাপেক্ষে কেন্দ্রীয় নেতারা সভাপতি হিসেবে মো. আলমগীর হোসেনের নাম ঘোষণা করেন। এরপর সাধারণ সম্পাদক হিসেবে জসীম উদ্দিনের নাম ঘোষণা করলে সাথে সাথে ওই পদে অপর প্রার্থী মো. রায়হানের সমর্থকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় জসীমের সমর্থকরা পালটা জবাব দেয়। এতে দুই গ্রুপে হাতাহাতি ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতা ও জেলা নেতারা পুলিশের সহযোগিতা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রীয় নেতারা পুনরায় ঘোষণা দিয়ে সাধারণ সম্পাদকের পূর্ব ঘোষণাকে স্থগিত করেন। এ পদে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

সম্মেলনের উদ্বোধক ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সায়ীদুর রহমান। প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ লায়ন শেখ আজগর নস্কর।

জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রেজাউল হক মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এসএম নাসির উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক এম এ গফ্ফার কুতুবী, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।